বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দিল্লি বিমানবন্দরে সাত সকালে বোমাতঙ্ক। বারাণসীগামী উড়ানে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওড়ার আগের মুহূর্তে এই খবর পায় বিমানবন্দর কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে বিমানটিকে জরুরি ভিত্তিতে খালি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে দেশের একাধিক বড় বিমানবন্দরে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বা বোমা রয়েছে বলে হুমকি মেল আসছে। এমনকী একাধিক মেট্রো শহরের বিভিন্ন স্কুলেও বোমা রাখার হুমকি মেল এসেছে। কয়েক সপ্তাহ আগে কলকাতা বিমানববন্দরে বোমা রাখার হুমকি মেইল এসেছিল। গোটা বিমানবন্দর খালি করে তল্লাশি অভিযান চালানোর পরেও কোনও কিছু পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিল।
দিল্লি বিমানবন্দরে আজ সকাল থেকেই বারাণসীগামী উড়ানে বোমা রাখার খবরে উত্তেজনা ছড়ায়। মোট ১৭৬ জন যাত্রী ছিলেন বিমানে। ভোর ৫টা ৩৫ মিনিটে বিমানটি উড়ে যাওয়ার কথা ছিল। বোমা রাখার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিমান খালি করে দেওয়া হয়। এমার্জেন্সি গেট খুলে নামানো হয় যাত্রীদের। তার পরে বম্ব স্কোয়াডকে দিয়ে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
রানওয়ে থেকে বিমানটিকে টার্মিনাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে বিমানটি ওড়ার ঠিক আগের মুহূর্তে বম্ব লেখা একটি কাগজ বিমানের ক্রু মেম্বাররা দেখতে পান বিমানের ল্যাভরেটরিতে। একটি টিসু পেপারের মধ্যে বম্ব শব্দটি লেখা ছিল। সঙ্গে সঙ্গে বিমানটি জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয়।