বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ জেলবন্দি সন্দেশখালির তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য রয়েছে সেখানে। জমি দখল করে যে সম্পত্তি শেখ শাহজাহান করেছে, তা শুনলে আশ্চর্য হতে হয়৷
ইডির তরফে চার্জশিটে জানানো হয়েছে, ১৮০ বিঘা জমি দখল করেছেন ‘সন্দেশখালির বাঘ’ শেখ শাহজাহান৷ আর এই জমির দাম বাজারমূল্যে ২৬১ কোটি টাকা! দুর্নীতি মাধ্যমেই এই সম্পত্তি তৈরি করা হয়েছে। মনে করছেন ইডির তদন্তকারীরা।
সোমবার ইডির তরফে এই চার্জশিট জমা করা হয়েছে। শেখ শাহজাহান গ্রেফতারের ৫৬ দিনের মাথায় এই চার্জশিট দেওয়া হল। এটি প্রথম চার্জশিট বলেই অনুমান করা হচ্ছে। ১১৩ পাতার চার্জশিটে সম্পত্তি সংক্রান্ত তথ্য রাখা হয়েছে। সিবিআই সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছিল এই বিষয়েরও উল্লেখ আছে।
ইডি আধিকারিকদের দাবি মতো, এখনও মোট ২৬১ কোটি টাকা সম্পত্তির কথা সামনে এসেছে। তদন্ত এখনও চলছে। আরও তথ্য আগামী দিনে সামনে আসতে পারে। এই কথা অনুমান করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ।
শেখ শাহজাহানের ১৭ টি ব্যাঙ্ক একাউন্ট থেকে তিন কোটি টাকা ৭৮ লক্ষ টাকা আটক করা হয়েছে। এছাড়াও ৫৫ টি স্থাবর সম্পত্তি আটক করা হয়েছে। এই কথা চলতি মে মাসে ইডির তরফে জানানো হয়েছিল। এর আগেও শেখ শাহজাহানের সম্পত্তি আটক করার কথা সামনে এসেছিল।
এদিনের চার্জশিটে কেবল শেখ শাহজাহানের নাম নেই৷ তার ভাই আলমগির, দিদার বক্স মোল্লা ও শিবপ্রসাদ হাজরার নাম রয়েছে। চলতি বছরের প্রথম সপ্তাহ থেকেই উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি৷ সেখানে তদন্তকারী ইডি অফিসাররা আক্রান্ত হয়েছিলেন। তারপরই শেখ শাহজাহানের সাম্রাজ্য ও অন্যান্য অভিযোগ সামনে আসে।