বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের সংসদের দেহ নিয়ে যাওয়া হয়েছিল ট্রলিটে করে, প্রকাশ্যে এলো সেই সিসিটিভি ফুটেজ। বৃহস্পতিবার জিহাদ হাওলদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিআইডি।
জিহাদ সংসদকে খুন করার পর টুকরো টুকরো করে তার দেহ লোপাট করেছে এমনটাই সিআইডি সূত্রে খবর। অভিযুক্ত একজন কসাই। সংসদ কে খুনের জন্য তাকে মুম্বাই থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, এমনটাই সিআইডি সূত্রের খবর। সিসিটিভি ফুটেছে দেখা যায় অভিযুক্ত একটি আকাশি রংয়ের ট্রলিতে করে নিয়ে যাচ্ছে দেহের অংশ।