বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বারুইপুর থানার অন্তর্গত ইন্দ্র পালের তিন দুষ্কৃতিকে অস্ত্র সহ ধরে। পুলিশ সূত্রে খবর ইন্দ্রপাল এলাকা থেকে পুলিশের কাছে খবর আসে ৩ অচেনা ব্যক্তি ঘোরাফেরা করছে।
সঙ্গে সঙ্গে পুলিশে সেখানে যায় এবং তিনজন ব্যক্তিকে আটক করে। তাদের কাছে একটি ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে এলাকা থেকে উদ্ধার ভোজালি, একটি গুলি ভর্তি বন্দুক, একটি পাংচার,লংকার গুঁড়োর দুটি প্যাকেট। পুলিশ আরো জানাচ্ছে এরা লঙ্কার গুঁড় ব্যবহার করে দুষ্কৃতি মূলক কাজ করে তারা ।ধৃতদের নাম জয়নাল মোল্লা(৪৫)। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী থানা অন্তর্গত চুপরি জোড়া এলাকায়।মিরাজ পিয়াদা (২৩),আলী ইমরান গাজী(২০)। বাড়ি মথুরাপুর ও জয়নগর থানা এলাকায়। তোদের বিরুদ্ধে পুলিশ আর্মস কেস সহ একাধিক ধারায় মামলা করে।ধৃত ব্যক্তিদের বারুইপুর থানার পক্ষ থেকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।