বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোটের বাজারে হট টপিকে পরিণত হয়েছে ভারত সেবাশ্রম সংঘ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজের নাম করে নিশানা করেন। তিনি অভিযোগ করেছিলেন কার্তিক মহারাজ নির্বাচনে তৃণমূলের এজেন্টকে বুথে বসতে দেননি।
সন্ন্যাসীদের এই ধরনের সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার তীব্র আপত্তি জানিয়েছিলেন তিনি। একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন কার্তিক মহারাজ এমনই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদী মমতা বন্দ্যোপাধ্যয়্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন। তিনি রীতিমতো নিশানা করে বলেছিলেন, সাধু-সন্ন্যাসীদের এভাবে আক্রমণ িতনি মেনে নেবেন না।
প্রধানমন্ত্রী মোদী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে হুঁশিয়ার করে বলেছিলেন মুসলিম কট্টরপন্থীদের প্রভাবে হিন্দু সন্ন্যাসীদের উপর আক্রমণ শানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ন্যাসীদের এই অপমান তিনি মেনে নেবেন না বলে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।