বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিদ্যুৎ না থাকার কারনে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে গেছেন শিলিগুড়ি হাসপাতালে আসা রোগীরা। ঠিকমতো বিদ্যুৎ না থাকার কারনে ঠিকমতো টেষ্ট করাতে পারছেন না হাসপাতালে আসা রোগীরা।
একদিনের জায়গায় লেগে যাচ্ছে তিনদিন থেকে 5দিন। অনেকেই আসেন দুর থেকে জানিয়েছেন বাইরে টেষ্ট করাতে যা টাকা লাগে আমাদের মত সাধারন মানুষের কাছে একেবারেই অসম্ভব সেটা। আমাদের মতন নিম্ম মধ্যবিত্যদের কাছে শিলিগুড়ি হাসপাতালে এবং মেডিক্যাল ছাড়া উপায় নেই। আর এখানে আসলে তিনদিনে কাজ হবে একদিনের কাজ।আমাদের কাছে সবদিক থেকেই অসুবিধা। এখন রোগ সারাতে গেলে আমাদের কাছে কিই বা করবার আছে।একদিন এসে দেখি লাইট নেই, অন্যদিন এসে মেশিন খারাপ সবদিক থেকে একেবারেই হতাশ আমরা। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন আমাদের কাছে সবকিছু আছে কিন্তুু সমস্যা হয়ে যায় আমাদের সব মেশিন পুরানো হয়ে গেছে। একবার ঠিক করে রাখলে তা সারাতে লাগে কয়েক ঘন্টা কিন্তুু দরকার আমাদের অন্তত সাত থেকে দশ দিন ঠিকমত মেশিন কাজ করানো। সেটা একেবারেই অসম্ভব আমাদের পক্ষে।তাই আমাদের কাছে কোন উপায় নেই। তবে এইভাবে দিনের পর দিন চলতে চলতে অনেকেই ক্ষুদ্ব হয়ে ফিরে যাচ্ছেন।