বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবারই গ্রুপ পর্বের শেষ দিন চলতি আইপিএলের। যদিও শনিবার আরসিবি বনাম সিএসকে ম্যাচের ফলাফলের পরই নকআউটের চার দল চূড়ান্ত হয়ে গিয়েছে। কেকেআর, রাজস্থান, হায়দরাবাদ আগেই প্লে অফে স্থান নিশ্চিত করেছিল। শনিবারের পর চতুর্থ দল হিসেবে প্লে-অফে স্থান পেলে আরসিবি। তবে এখনও পুরো নাটক শেষ হয়নি, ১ এবং ৪ নম্বর স্থান চূড়ান্ত হলেও ২ এবং তিন স্থান নিয়ে রয়েছে সমীকরণ।
আইপিএলের এই মুহূর্তের পয়েন্ট টেবিলে কেকেআর রয়েছে শীর্ষস্থানে। রবিবার কেকেআর খেলবে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচ হারলেও নাইটরা শীর্ষস্থানেই থাকবে। দুই এবং তিন নম্বরে রাজস্থান না হায়দরাবাদ থাকবে সেটা নিয়েই লড়াই। দুই দলের একটি করে ম্যাচ বাকি আছে।থাকছে। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাইটরা। এমনকি কেকেআর তাদের শেষ খেলায় রাজস্থানের কাছে হেরে গেলেও, তারা ১৯ পয়েন্টে এবং রাজস্থান ১৮ পয়েন্টে শেষ করবে।
কেকেআরের বিরুদ্ধে তাদের শেষ লিগ খেলায় হারলে টেবিলের আরও নিচে চলে যাবে রাজস্থান এবং ফাইনালে উঠতে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ২ খেলতে হবে। যদি রাজস্থান কেকেআর-এর বিরুদ্ধে জিততে পারে, তাহলে হায়দরাবাদ তাদের শেষ খেলা জিতলেও তারা শীর্ষ দুই-এ শেষ করবে। বর্তমানে ১৩ ম্যাচে ১৬ পয়েন্টে রয়েছে রাজস্থান। রানরেট প্লাস ০.২৭৩।
শেষ চার ম্যাচে হেরেছে রাজস্থান। হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছে মরু রাজ্যের দলটি। এরইমধ্যে আবার জস বাটলার দেশে ফিরে গিয়েছে। এই ম্যাচে খেলতে পারবেন না। ফলে কেকেআরের বিরুদ্ধে কঠিন পরীক্ষা রাজস্থান দলের। অন্যদিকে। প্লে-অফের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ নাইটদের সামনে।
রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে হায়জরাবাদ। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট এবং প্লাস ০.৪০৬ রান রেট নিয়ে তৃতীয় স্থানে আছেন প্যাট কামিন্সরা। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে হায়দরাবাদ এবং কেকেআরের বিরুদ্ধে ম্যাচে রাজস্থান জিতলে আবার সঞ্জু স্যামসনরা দু নম্বরে থেকে যাবে। সেক্ষেত্রে নাইটদের প্রতিপক্ষ হবে রাজস্থান।
কিন্তু রবিবার যদি হায়দরাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সেক্ষেত্রে আজকের কেকেআর বনাম রাজস্থান ম্যাচের ফল যাই হোক প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের বিরুদ্ধে খেলবে রাজস্থানের বিরুদ্ধেই।
চেন্নাইয়ের বিরুদ্ধে ২৭ রানে জিতে প্লাস ০.৪৫৯ রান রেট নিয়ে চতুর্থ স্থান নিশ্চিত করেছে আরসিবি। আগেই আইপিএলত থেকে বিদায় ঘটেছিল মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্সের। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ, দিল্লি ক্যাপিটালস এবং সিএসকে।