বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: নয়া দিল্লিতে কংগ্রেসের তিন প্রার্থী জেপি আগরওয়াল, উদিত রাজ এবং কানহাইয়া কুমারের সমর্থনে সভা। সেই সভা থেকে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আবারও প্রধানমন্ত্রী মোদীকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। সঙ্গে তিনি এও বলেছেন, প্রধানমন্ত্রী এই প্রস্তাবে রাজি হবেন না।
নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদী ৫-১০ জন একই সাংবাদিককে ৩০-৩৫ টি সাক্ষাৎকার দিয়েছেন। দুই থেকে তিনজন বুদ্ধিজীবী এবং সাংবাদিক তাঁকে (রাহুল) চিঠি লিখে প্রকাশ্যে ঘোষণাও করেছেন সাক্ষাৎকারের জন্য।
রাহুল গান্ধী বলেছেন, তাঁরা নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বলেছেন, গণতন্ত্রে বিতর্ক হওয়া উচিত, এটা অপরিহার্য। রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বিতর্ক হওয়া উচিত। রাহুল গান্ধী এব্যাপারে বলেছেন, তিনি তৈরি, নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি যে কোনও জায়গায় বিতর্কে অংশ নিতে চান।
এব্যাপারে রাহুল গান্ধী সাধারণের উদ্দেশে বলেন, তাঁরা কী মনে করেন, তিনি (মোদী) কি বিতর্কে আসবেন? রাহুল গান্ধী নিজেই উত্তরে বলেন, তিনি আসবেন না।
প্রধান নির্বাচনী ইস্যুতে জনসাধারণের সামনে বিতর্কের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর, অবসরপ্রাপ্ত বিচারপতি এবং দেশের আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অজিত পি শাহ এবং সিনি.য়র সাংবাদিক এন রাম প্রধানমন্ত্রী মোদী এবং রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কংগ্রেস এই প্রস্তাব গ্রহণ করলেন, বিজেপি তা প্রত্যাখ্যান করে। তারা বলে, রাহুল গান্ধী ইন্ডিয়া ব্লক ছেড়ে দিন, কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী নন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কে রাজি হননি। এব্যাপারে রাহুল গান্ধী বলেছেন, শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে যেতেই বিতর্কে রাজি হননি প্রধানমন্ত্রী মোদী। রাহুল গান্ধী বলেন, তিনি প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞাসা করবেন, আদানির সঙ্গে তাঁর সম্পর্ক কী?
কংগ্রেস আদানি-আম্বানিদের থেকে টাকা পায়, প্রধানমন্ত্রী মোদীর এই দাবির প্রেক্ষিতে রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আদানি-আম্বানিদের কাচ থেকে কংগ্রেসের প্রচুর টাকা পাওয়ার কথা বলেন, কিন্তু তিনি তদন্ত করার সাহস করেন না।
সিবিআই-ইডির ভয়ে অনেক বিরোধী নেতার বিজেপিতে যোগদান প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, সাহসীদের চাই, এইসব ভীতু নেতাদের চাই না।
প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি বলেছেন, পাঁচ বছর ধরে কংগ্রেস শেহজাদা আম্বানি-আদানিদের নিয়ে স্লোগান দিতেন। কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকে তারা তা বন্ধ করেছে। কংগ্রেস ঘোষণা করুক তারা আম্বানি-আদানিদের থেকে কত টাকা নিয়েছে?