বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন, অপমানজনক মন্তব্য করেছেন তিনি। এই অভিযোগ করা হয়েছে।
তৃণমূলের তরফে বক্তব্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য অবিশ্বাস্য এবং চরম মর্যাদাহানিকর। যা সর্বতো ভাবে আদর্শ আচরণবিধির পরিপন্থী। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রুজু করার আবেদন জানানো হয়েছে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব রকমের নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হোক। তিনি যেন কোনও জনসভা বা পদযাত্রা করতে না পারেন। পাশাপাশি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ সমস্ত বিজেপি নেতা যেন এই ধরনের ‘ব্যক্তিগত আক্রমণ এবং আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য’ করা থেকে বিরত থাকেন। এই দাবি তুলেছে তৃণমূল।
শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে ক্ষোভ উগড়ে দিয়েছেন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির কাছ থেকে এই ধরনের আচরণ একেবারেই অনভিপ্রেত। এমনই বক্তব্য রাজ্যের মন্ত্রীর।
শশী পাঁজা বলেন, ”তিনি দাবি করছেন যে তিনি একজন বঙ্গ-সন্তান এবং তারপর এই ধরনের মন্তব্য করছেন। এটা আমাদের সকলের লজ্জা।” তিনি আরও বলেন, ” তাঁর মনে মহিলাদের প্রতি এই ধরনের বিদ্বেষমূলক ভাবনা থাকতেই পারে। কিন্তু একজন প্রার্থী হিসেবে এবং একজন মানুষ হিসেবেও একজন মহিলাকে উদ্দেশ করে এই ধরনের অবমাননাকর মন্তব্য করা চরম ভুল।”
বিজেপির অন্য প্রবীণ নেতারা কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি? সেই প্রশ্ন তুলেছেন শশী পাঁজা। তাঁর কথায়, “নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী – সকলেই তাঁর সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়েছেন। তাঁর যথাযথ শাস্তি তো দূর, বরং তাঁকে এই ধরনের মন্তব্য করে যাওয়ার ক্ষেত্রেই আরও উৎসাহিত করছেন। স্পষ্টতই বিজেপি নেতৃত্ব তাঁর এই আচরণকে সমর্থন করে। এভাবে চলতে পারে না।”