বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বলা হচ্ছে গাড়ি আসছে না বলেই দাম বেড়েছে মুরগির মাংশের। সব গাড়ি এখানকার নয় বাইরে থেকে আসছে, তাই দাম বেড়েছে মাংশের।
এত দাম দিয়ে মাংশ কেনা আমাদের পক্ষ্যে একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছেন মাংশ কিনতে আসা একজন ক্রেতা। সে জানিয়েছে কেজী প্রতি আশি টাকা বেশী দিয়ে কিনতে হচ্ছে মুরগি। আমাদের জন্য একেবারেই সঠিক নয় সেটা। শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ির বাইরে গিয়েও আপনি দেখবেন মুরগির মাংশের দাম বেড়েছে অনেকটাই। বাজারে গিয়ে নাকাল হচ্ছেন ক্রেতারা। কতদিন থাকবে এই মুল্যবৃদ্বি? জানা গেছে একবার দাম বেড়ে গেলে আর কমতে চায় না জিনিসের দাম। ঠিক হঠাৎ করে মুরগির মাংশের দাম বৃদ্ধির কারনে অনেকটাই চিন্তায় ক্রেতারা। বিশেষ করে চিন্তায় আছেন হোটেল এবং রেষ্টুরেন্ট এর ব্যাবসায়ীরা। কারন তারা একবারে অনেকখানি মাংশ কেনেন। কেজী প্রতি আশি টাকা করে হলে তাদের প্রায় ছয় সাতশো টাকা বেশী দিয়ে কিনতে হচ্ছে মাংশ। তাই তাদের অবস্থাও একেবারে করুন হয়ে গেছে। কিভাবে তারা দোকান এবং রেষ্টুরেন্ট চালাবেন বুঝতেই পারছেন না। তাই দামের বৃদ্ধির কারনে চিন্তা সবার মধ্যে চলে আসছে। যে কিভাবে চালানো হবে তাদের ব্যাবসা। সবমিলিয়ে মাংশের দাম বৃদ্ধির কারনে চিন্তায় আপামর শিলিগুড়ির মানুষ।