বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম’ একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দীর্ঘ ২০ বছর ধরে সুন্দরবন, পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জায়গায় সমাজের পিছিয়ে পড়া গরীব মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে চলেছে। আমি শ্রী কানাই দেবনাথ বর্তমানে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় হয়ে কাজ করছি।
পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের চুনকুডি গ্রামে প্রায় ৫০ জন অত্যন্ত গরীব ছেলে মেয়েদের নিয়ে বেদান্ত বিদ্যাশ্রম নামে আমাদের একটা স্কুল চলে। কিন্তু ছেলে মেয়েদের বসার জন্য উপযুক্ত ঘর নেই। আমি আমার স্বর্গীয়া স্ত্রী কৃষ্ণা দেবনাথের স্মৃতির উদ্দেশ্যে ওখানকার ছেলে মেয়েদের জন্য একটা ঘর ও হোস্টেল তৈরি করতে চাই।
যারা কৃষ্ণা দেবনাথ কে ভালোবাসেন, তাদের সকলের কাছে আমি সাহায্যের জন্য অনুরোধ করছি। আপনারা এই মহৎ কাজের জন্য মুক্ত হস্তে দান করুন।
*প্রসঙ্গত সমস্ত দান ৮০ জি ধারায় কর মুক্ত।
Bank Details :
Matilal Bharat Tirtha Seba Mission Ashram
1.ICICI Bank
College Street Branch
A/C No – 267505000273
IFS Code – ICIC0002675
2.State Bank of India
Subhasgram Branch
A/C No – 31220016306
IFS Code – SBIN0012342
Contact No –
8777422569 / 70003182041