বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একের পর এক ছবি ফ্লপ। আর কোনও ছবিতে দেখা যাচ্ছে না আমির খানকে। এবার ভক্তদের আশার খবর শোনালেন বলিউড তারকা। তিনি জানিয়েছেন সরফরোশ ছবির সিক্যুয়ালে তাঁকে দেখা যাবে।
২৫ বছর আগে আমির খান এবং সোনালি বেন্দ্রের সুপারহিট কেমিস্ট্রি দর্শকদের মুদ্ধ করেছিল সরফরোশ ছবিতে।
তিনি জানিয়েছেন সরফরোশ-২ হলে তাতে তিনি অভিনয় করতে রাজি। তিনি নিশ্চয় শট দেবেন বলে জানিয়েছেন। আমিরের এই মন্তব্যের পর অনুরাগীরা নতুন করে আশা দেখছেন। পরিচালক জনকে উদ্দেশ্য করে আমির খান বলেছেন , সরফরোশ-২-র জন্য স্ক্রিপ্ট তৈরি করতে। এবং তিনিও চাইছেন সরফরোশের সিক্যুয়েল তৈরি হোক।
১৯৯৯ সালের ৩০ এপ্রিল মুক্তি পেয়েছিল সরফরোশ ছবিটি। আমির খান, সোনালি বেন্দ্রে ছাড়াও ছবিতে ছিলেন নাসিরুদ্দিন শাহ। ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ। ছবিতে আমির খান এসিপি অজয় রাঠোরের চরিত্রে অভিনয় করেছিলেন।
ভারত-পাক সীমান্তে অস্ত্রের চোরাচালান নিয়ে তদন্ত চালাচ্ছিলেন তিনি। এই চোরাচালানের কারণেই জঙ্গিরা ভারতে অস্ত্রের সাহায্য পাচ্ছিল। তার তদন্তে নেমে মাস্টার মাইন্ডকে গ্রেফতার করার দুঃসাহসিক অভিযান দেখানো হয়েছে ছবিটিতে। পরিচালক জন ম্যাথুর তৈরি স্ক্রিপ্ট দর্শকদের মুদ্ধ করেছিল।
পরিচালক কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এই ছবিটি করার আগে তাঁর বন্ধুরা বলেছিলেন ছবিটি হিট করবে না। সেই সঙ্গে এই ছবিতে আমিরের জায়গায় শাহরুখ খানকে নিলে ভাল হত বলে মন্তব্য করেছিলেন তাঁরা। তাঁকে সকলেই বলেছিলেন ছবিতে শাহরুখ খানকে নেওয়া জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। এবং তিনি সকলের মতামত না নিয়েই আমির খানকে নিয়ে ছবিটি করেন।
তিনি আমিরকে নিতে চেয়েছিলেন কারণ আমির খান এর আগে কোনও অ্যাকশন মুভি করেননি। সব লাভস্টোরি করেছিলেন। এই ধরনের ছবিতে তাঁকে দেখা যায় নি। তিনি চেয়েছিলেন এমন একজনকে প্রধান চরিত্রে নিতে যাঁকে বিশ্বাসযোগ্য বলে মনে হবে। সেকারণেই শাহরুখের পরিবর্তে আমিরেই আস্থা রেখেছিলেন তিনি। এবং ছবিটি হিটও করেছিল।