বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : ৫০ দিন পরে অবশেষে জেল থেকে জামিন পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি স্পষ্ট করে বলেন, “প্রধানমন্ত্রী মোদী একটি খুব বিপজ্জনক মিশন শুরু করেছেন।
সেই মিশনের নাম ‘ওয়ান নেশন ওয়ান লিডার’।” তাঁর দাবি, প্রধানমন্ত্রী দেশের সব নেতাকে শেষ করে দিতে চান। বিরোধী দলের সব নেতাকে জেলে পাঠাতে চান। দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবারের নির্বাচনে বিজেপি জিতলে কয়েকদিন পর মমতা দিদি, তেজস্বী যাদব, স্টালিন, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরেরাও জেলে যাবেন। তিনি আরো বলেন, মোদী এখন আসলে অমিত শাহর জন্য ভোট ভিক্ষা করছেন।
তাঁর যুক্তি, বিজেপিতে ৭৫ বছর হয়ে গেলে রাজনীতি থেকে বিদায় নিতে হয়। “সামনের বছর মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাবে। বিজেপিতে কারও ৭৫ বছর বয়স হয়ে গেলে তিনি অবসর নেন। আডবাণী, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন। তাহলে আগামী বছর ১৭ সেপ্টেম্বর মোদীও অবসর নেবেন। তখন কে হবেন প্রধানমন্ত্রী?” কেজরীবাল আরও বলেন, “এরপর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে। সুতরাং, মোদী নিজের জন্য নয়, অমিত শাহের জন্য ভোট চাইছেন। তাহলে মোদীর গ্যারান্টি পূরণ করবে কে?” এখানেই তিনি বলেন, মোদী এবছর আসলে অমিত শাহর জন্য ভোট ভিক্ষা করছেন।