বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজভবনের জনৈক অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ – রাজ্যপাল বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার তার শালীনতাহানী করেছেন। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
অভিযোগকারী মহিলা দাবি করেন, স্কুল শিক্ষকের চাকরির প্রস্তাব দিয়ে রাজ্যপাল তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন। এদিকে সম্প্রতি রাজ্যপাল ঘটনার দিনে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলেন। তবে নিজের চেম্বারের ১৫ মিনিটের ফুটেজ তিনি প্রকাশ করেননি। তবে রাজভবনে রাজ্যপালের চেম্বারের সেই ১৫ মিনিটের ভিডিয়ো ফুটেজ নাকি এসেছে পুলিশের কাছে। এদিকে ১৫ মিনিট যাবৎ রাজ্যপালের চেম্বারে কী হয়েছিল, সেই বিষয়ে নাকি পুলিশকে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অভিযোগকারী। ফলে জোড় বিতর্ক দানা বেঁধেছে।
২তারিখের ফুটেজে দেখা যাচ্ছে, ওই মহিলা কাঁদতে কাঁদতে দোতলা সিঁড়ি দিয়ে নেমে আসছেন। রিপোর্টে দাবি করা হচ্ছে, সেদিন ওই মহিলা পুলিশের কাছে যাওয়ার আগে এক সচিবের ঘরে গিয়েছিলেন। পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, রাজভবনের কনফারেন্স রুমে রাজ্যপালের সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ মিনিট ছিলেন তিনি। এই ঘটনার তদন্তে এবার রাজভবনের এক চিকিৎসক ও এক সচিব-সহ তিনজনকে তলব করেছে পুলিশ। যদিও রাজভবনের কোনো কর্মীকে পুলিশের মুখোমুখি হতে বারণ করা হয়েছে রাজভবনের তরফ থেকে। এখন দেখার কোথাকার জল কোথায় গড়ায়!