বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিনোদন জগতে আনন্দের খবর। অবশেষে চার হাত এক হলো। বিবাহ বন্ধনে যুক্ত হলেন আদৃত ও কৌশাম্বি।
সেই ‘মিঠাই’ সিরিয়াল দিয়েই এদের প্রেম পর্ব শুরু বলেই সিরিয়াল জগতের খবর। দীর্ঘ প্রতীক্ষার পরে নববর্ষাকে সাক্ষী রেখে বৃহস্পতিবার বিয়ে করলেন ওরা। শুক্রবার হলো রিসেপশন পার্টি। ‘মিঠাই’ চলাকালীনই প্রেম জমাট বাঁধে দু’জনের। খবর ছড়াতে বেশি সময় লাগেনি ৷ সম্পর্কের ব্যাপারে রাখঢাকও করেননি কেউ । বৃহস্পতিবার সন্ধেয় চারহাত এক হয় তাঁদের ৷ সকাল থেকেই নিজের গায়ে হলুদের ছবি সোশাল মিডিয়ায় নিয়ে আসেন কৌশাম্বি। বাদ পড়েননি আদৃতও। আদৃতের পরনে ছিল তথাকথিত গায়ে হলুদের পোশাক। অনুষঙ্গ মাথায় টোপর আর চোখে সানগ্লাস। গায়ে গামছা, স্যান্ডো গেঞ্জি। কৌশাম্বিও হলুদ শাড়ির সঙ্গে ফুলের সাজে অপরূপা। সব মিলিয়ে ভারী সুন্দর লাগছিল এই জুটিকে।
বৃহস্পতিবার বর্ষণমুখর সন্ধ্যায় লাল বেনারসিতে সেজেছিলেন কৌশাম্বি। তাঁর গা-ভর্তি সোনার গয়না। হাতে লক্ষ্মীর কৌটো, মাথায় ফুলের মালা। সব মিলিয়ে কৌশাম্বিকে লাগছিল দারুণ। অন্যদিকে, আদৃত পরেছিলেন হলুদ পাঞ্জাবি। অগোছালো চুলের ওপর টোপর। এই ছবিও হাজির এখন সোশাল মিডিয়ায়। দুজনের মুখেই ছিল অনাবিল হাসি। উল্লেখ্য, কৌশাম্বি এখন ‘ফুলকি’ সিরিয়ালে পারমিতার চরিত্রে অভিনয় করছেন। আদৃত এই মুহূর্তে কোনও সিরিয়ালে না-থাকলেও বসে নেই ৷ অভিনয়ের পাশাপাশি গায়কও তিনি। চলতি বছরের শুরুতেই রটে গিয়েছিল আদৃত ও কৌশাম্বির বিয়ে করছেন। কানাঘুষোতে শোনা যাচ্ছিল তাঁদের বিয়ে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল সন্ধেয় কৌশাম্বির গলায় মালা দিলেন আদৃত। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বিনোদন জগতের বহু পরিচিত মুখ আর অবশ্যই পুরো ‘মিঠাই’ পরিবার।