বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোট দোরগোড়ায়। আর ঠিক সেই সময় আবার তৎপর আয়কর দপ্তর। আজ সকালে আয়কর দফতরের অভিযান চলছে হুগলির বাঁশবেড়িয়া এলাকাতেও। এই দুই এলাকার একাধিক ব্যবসায়ীর বাড়িতে শুরু হয়েছে আয়কর দফতরের তল্লাশি অভিযান।
সূত্রের খবর, যে সব ব্যবসায়ীর বাড়িতে ও অফিসে এদিন আয়কর হানা হয়েছে, তাঁরা সকলেই তৃণমূলের ‘ঘনিষ্ঠ’। এদিন সাত সকালের সিআরপিএফ-এর জওয়ানদের সঙ্গে নিয়ে মগরা ও বাঁশবেড়িয়া এলাকায় ওই ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে হানা দেয় আয়কর দফতর। কিন্তু কেন এই হানা তা অবশ্য স্পষ্ট হয় নি। এলাকায় মানুষের ভিড় বাড়ছে। কেন্দ্রীয় বাহিনী কাউকে ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না।
এই হানা প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি দ্বর্থহীন ভাষায় বলেন,”পশ্চিমবঙ্গ সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানিতে ছেয়ে গিয়েছে। যারা এসবের সঙ্গে জড়িয়ে রয়েছে, তাদের ছাড়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন, না খাওঙ্গা না খানা দুঙ্গা। দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করছেন। আমরাও তাঁর সৈনিক হিসেবে লড়াই করছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবেই।’ লকেটের আরও সংযোজন, ‘দুর্নীতি, মাফিয়াবাজি, গুন্ডাগিরি চলছে। এর সমাপ্তি চাই আমরা।’’ এখন দেখা যাক নতুন কোনো অর্থ ভান্ডার সামনে সেই কিনা!