বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মেটগালায় এবার চমক ধরিয়েছেন আলিয়া ভাট। তাঁর শাড়ি এবং লুক মুগ্ধ করেছে সকলকে। ভারতীয় শাড়ি পরেই মেটগালায় গিয়েছিলেন অভিেনত্রী। আর তাতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর শাড়ির িডজাইন। মেটগালায় যে শাড়ি পরে আলিয়া গিয়েছিলেন সেটি তৈরি করেছেন ডিজাইনার সব্যসাচী মুখার্জি।
এর থেকেও বড় খবর আলিয়ার ডিজাইনারও এবার অংশ নিয়েছিলেন মেটগালায়। এই প্রথম কোনও ভারতীয় িডজাইনার সব্যসাচী মুখার্জি। বলিউডের জনপ্রিয় ডিজাইনার তিনি। বিয়ে থেকে ব়্যাম্প সর্বত্রই তাঁর ডিজাইন করা শাড়িতেই সাজতে পছন্ত করেন বলিউডের তাবর অভিনেত্রীরা।
সেই সব্যসাচী মুখার্জি এবার অংশ নিয়েছিলেন মেটগালায়। একেবারে ডিস্কো স্টাইলে নিজেকে সাজিয়ে নিয়েছিলেন তিনি। সেজেছিলেন গয়নাতেও। চোখে ছিল রোলগোল্ডের চশমা। শার্ট প্যান্টের সঙ্গে একেবারে গোল্ডেন জরির কাজ করা লং কোটও ছিল তাঁর পোশাকে। তারক সঙ্গে গলাভর্তি গয়না। পুরুষ বলে গয়নায় পরায় কোনও খামতি রাখেননি তিনি। সব্যসাচী প্রথম ভারতীয় ডিজাইনার যিনি মেটগালায় অংশ নিলেন। ভারতীয় তো বটেই তারসঙ্গে বাঙালিও। কাজেই বাঙালির কাছে এটা ডবল পাওনা।
মেটগালার নিজের পোশাক ডিজাইনার নিজেই করেছিলেন। মেট গালায় সব্যসাচীর এই অংশগ্রহন অবশ্যই ভারতীয িডজাইনারদের কাছে একটা বড় প্রাপ্তি। মেটগালায় আলিয়া ভাটের পরা শাড়িটিও সব্যসাচী ডিজাইন করেছিলেন। পুরো শাড়িটি তৈরি করতে ১১৬৩ ঘণ্টা সময় লেখেছিল। অসংখ্য কারিগর দিনরাত এক করে সেই শাড়িটি তৈরি করেছিলেন।