বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল থেকেই জঙ্গিপুরে উত্তেজনা। ডোমকলের করিমপুরে হাতাহাতিতে জড়ালেন বিজেপি প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। জঙ্গিপুরে বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে।
সেই ঘটনা ভিডিও করতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। সেটা দেখেই তেড়ে যান বিজেপি প্রার্থী। রীতিমতো বুথের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। তারপরেই বিজেপি প্রার্থীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুথের সামনে এই ধরনের ঘটনায় ভোটারদের মধ্যে স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপি প্রার্থী রঘুনাথ ঘোষ অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বুথের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করছিলেন। সেটা দেখতে পেয়ে িতনি প্রতিবাদ করে। পাল্টা তাঁকে তেড়ে আসেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। এই নিয়ে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে থাকা নিরাপত্তারক্ষী এবং পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন।
এর আগে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন বিজেপি প্রার্থী। ভোট দিয়ে তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন কোনও রিগিং হতে দেব না। একটা রিগিং করে দেখাক কে কত বড় মস্তান আছে দেখে নেব। রীতিমতো এই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারপরেই সুতির বুথে রীতিমতো হাতাহাতিতে জড়াতে দেখা যায় তাঁকে।