বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে চাপ বাড়ছে কর্নাটকে জেডিএস শিবিরে। একদিকে যখন দেবেগৌড়ার নাতি এবং ছেলের বিরুদ্ধে যৌনকেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সেই সময় জেডিএসের আরেক বিধায়ককে গ্রেফতার করল সিট। এইডি রেভান্নাকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল।
জেডিএসের এই বিধায়কের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে বেঙ্গালুরুর কেআর নগর থানায়। এক মহিলার ছেলে অভিযোগ দায়ের করেছেন যে বিধায়ক তাঁর মাকে অপহরণ করে যৌন হেনস্থা করেছেন। সেই অভিযোগের প্রেক্ষতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগকারী দাবি করেছেন তাঁর মা বিধায়কের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। ৬ বছর আগে তিনি বিধায়কের বাড়ির কাজ ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। এবং সেখানে দিনমজুরের কাজ করছিলেন। হাসানের বিধায়ক দেবেগৌড়ার নাতি এবং ছেলের বিরুদ্ধেও পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
অভিযোগকারী জানিয়েছেন প্রজ্জ্বল রেভান্নার ভিডিও ভাইরাল হওয়ার পরেই তাঁর মা নিখোঁজ হয়ে যান। তারপরেই তিনি রেভান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিধায়ককে তারপরেই পুলিশ গ্রেফতার করে এবং তাঁর বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। ৩৬৪এ (মুক্তিপণ দাবি করে অপহরণ), ৩৬৫ (অপহরণ করে ক্ষতিকরা), ৩৪( সাধারণ ঘটনা)।
প্রসঙ্গত উল্লেখ্য দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর বাড়ির পরিচারিকা অভিযোগ করেছেন তাঁকে্ একাধিকবার বাড়িতে যৌনহেনস্থা করেছেন প্রজ্জ্বল রেভান্না। এইচডিরেভান্নাও নানা ভাবে তাঁকে যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ দায়ের করেছেন। এদিকে অভিযোগ দায়েরের পর থেকে প্রজ্জ্বলের কোনও খোঁজ নেই। তিনি ফ্রান্সে পালিয়ে গিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
এদিকে এবারের লোকসভা ভোটে জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে কর্নাটকে লড়াই করছে বিজেপি। স্বাভাবিক ভাবেই দেবেগৌড়ার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর পরিবারের বিরুদ্ধে এই ধরনে অভিযোগ ভোটের আগে প্রভাব ফেলবে তাতে কোনও সন্দেহ নেই।