বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রতিক্ষার অবসান। বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। বাংলার কয়েক লক্ষ ছাত্র ছাত্রীর উদ্বেগের অবসান ঘটবে। বৃহস্পতিবার সকাল ৯টায় মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে। তবে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে।
কোথায় দেখা যাবে সেই ফলাফল, জেনে নিন বিস্তারিত। বৃহস্পতিবার সকাল ৯.৪৫ মিনিট থেকে বিভিন্ন বেসরকারি বাংলার ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে মাধ্যমিকের ফলাফল। ওয়েবসাইটে ক্লিক করে নিজের রোল নম্বর দিলেই ফলাফল দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা।
তবে সোজাসুজি খুলে ফেলুন মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট। মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In -এ ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।