বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্দেশখালি মামলায় এবার ইডি সিবিআইকে যুক্ত করল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয় শেখ শাহজাহানকেও কলকাতা হাইকোর্টে তলব করতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতির। প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমনই জানিয়েছে।

 

সেদিন রাজ্য পুলিশ, CBI এবং ED সবাই উপস্থিত থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন যার জন্য এই সব ঘটনা ঘটছে রাজ্য তাকে সমর্থন করতে পারে না। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি , মানুষের প্রতি তিনি কোন কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না। যদি পুলিশ তাকে ধরতে না পারে তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন। পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না। এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি এদিন বলেছেন, মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে ১৪৪ ধারা জারি করে কি হবে ? সাধারণ মানুষের হয়রানি বাড়বে। রাজ্যের বিভিন্ন পদক্ষেপে বাড়ছে সমস্যা। ১৯ দিনের ওপর হয়ে গেল কিন্তু এখনো যার কারণে সমস্যার সূত্রপাত তাকে ধরতে পারল না পুলিশ ! তিনি পালিয়ে বেড়াচ্ছেন ? আমি বিস্মিত। – মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

জমি দখলের অভিযোগ শোনার জন্য রাজ্য আলাদা ব্যবস্থা করেছে। তাই প্রাথমিক ভাবে আদালত মনে করছে যে এলাকাবাসীর অভিযোগের সত্যতা আছে। এমনও মন্তব্য করেছেন প্রধানবিচারপতি। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের করা স্বতোঃ প্রণোদিত মামলায় রাজ্য, CBI, ED সহ সব পক্ষকে নোটিশ জারি করল আদালত। আদালত ইডি-সিবিআইকেও এই মামলায় যুক্ত করেছে।

প্রধান বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ শাহজাহান শেখের বিরুদ্ধে এবার আদালত সক্রিয় হতে শুরু করেছে। আদালত তাঁকে আত্মসমর্পণ করতে বললে কি করবেন সন্দেশখালির বেতাজ বাদশা। আদালতের সমনে কি সন্দেশখালির বাঘ দেখা দেবেন? এরকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *