বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্যের কথা শুনল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বাংলার বিধানসভায় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় স্লোগান দেওয়ার অভিযোগ।
জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠেছিল। সেই মামলায় প্রধান বিচারপতির এজলাসে রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল।
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রাজ্য দ্বারস্থ হয়েছিল। কিন্তু রাজ্যের কথা শুনল না আদালত। ওই মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শোনা হচ্ছে। সেখানেই শোনা হবে৷ এই কথা জানানো হয়েছে।
গত বছর বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল। বিজেপি নেতারা স্লোগান দিয়েছিলেন জাতীয় সঙ্গীত গাওয়ার সময়। জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। এই অভিযোগে থানায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল।
সেই ঘটনায় মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে৷ ওই মামলার শুনানিতে পুলিশের তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। শুধু তাই নয়, আদালত অবমাননা কীভাবে হয়েছিল? সেই সব ভিডিও দেখতে চেয়েছিল আদালত। কিন্তু সব ভিডিও পুলিশ প্রশাসন দেখাতে পারেনি। আদালত পুলিশকে ভর্ৎসনাও করেছিল।
পুলিশের তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠালেন মামলা। রাজ্যের আবেদন খারিজ করা হল।
সোমবার রাজ্যের তরফে এজি বলেন, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সেখানে স্লোগান দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। সেই ঘটনায় এফআইআর দায়ের হয়। প্রধান বিচারপতি বলেন, ডিসেম্বর মাসে এই মামলায় সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সিঙ্গেল বেঞ্চকেই মামলাটি শুনতে দিন।