বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সৌন্দর্যের কোনও বয়স হয় না। এই কথাটাই আরও একবার প্রমাণ করে দিলেন আলেজান্দ্রা মারিশা রডরিগেজ (Alejandra Marisa Rodriguez)। ৬০ বছর বয়সে মিস ইউনিভার্সের (Miss Universe) খেতাব জিতে নিলেন তিনি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেস (Buenos Aires) এর প্রতিনিধি হিসাবে এই খেতাব জিতেছেন ৬০ বছর বয়সের এই আইনজীবী (Alejandra Marisa Rodriguez)। পেশায় আইনজীবী এই মহিলা কার্যত নজির গড়েছেন। তাঁর বয়সে প্রথম কোনও মহিলা মিস ইউনিভার্সের (Miss Universe) খেতাব জিতলেন।
মোট ৩৪ জন ছিলেন ওই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী। তাঁদের বয়স ছিল ১৮ থেকে ৭৩ বছরের মধ্যে। ২৪ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর সেখানেই বয়সকে হার মানিয়ে খেতাব (Miss Universe) জিতে নেন আলেজান্দ্রা। হাইস্কুলে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন বিশ্ব সুন্দরী (Alejandra Marisa Rodriguez)।
পাশাপাশি আইন নিয়ে চর্চা চালিয়ে যান। এবং ডিগ্রি অর্জন করেন। আলেজান্দ্রা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এক হাসপাতালে লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে কাজ করতেন তিনি (Alejandra Marisa Rodriguez)। মিস ইউনির্ভাস প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা সেভাবে ভাবেননি আলেজান্দ্রা। কিন্তু ২০২৩ সালে নিয়ম বদলের পরেই অংশ নেওয়ার ইচ্ছা হয় তাঁর।
১৯৫২ সাল থেকে এই (Miss Universe) প্রতিযোগিতা শুরু হয়। তখন নিয়ম ছিল, প্রতিযোগীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়াও আরও নিয়ম ছিল যে মহিলাকে অবিবাহিত হতে হবে। এমনকি সন্তান থাকাও চলবে না। গত বছর মিস ইউনিভার্সে (Miss Universe) বদলে যায় অংশগ্রহণের নিয়ম।
সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, প্রতিযোগীর বয়স হতে হবে ১৮ থেকে ৭৩ বছরের মধ্যে। এরপরেই এই বিশ্ব সুন্দরীর মঞ্চে আলেজান্দ্রা মারিশা রডরিগেজ (Alejandra Marisa Rodriguez) অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও ৬০ বছর বয়সে এমন সৌন্দর্যের রহস্য কী তা জানিয়েছেন আলেজান্দ্রা।
জানিয়েছেন, তাঁর লাইফস্টাইলই এমন সৌন্দর্যের কারণ। স্বাস্থ্যকর জীবন যাপন পছন্দ করেন। পরিনিত খাওয়া-দাওয়া এবং শরীর চর্চার মধ্যে থাকা উচিত বলে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন আলেজান্দ্রা মারিশা রডরিগেজ। অন্যদিকে এই বয়সে মিস ইউনিভার্সে (Miss Universe) এর খেতাব জয় অনেক মহিলাকে অনুপ্রাণিত করবে বলেই মন্তব্য করেছেন তিনি। আগামীদিনে আরও মহিলা এই বয়সে মিস ইউনির্ভাসের মঞ্চে অংশ নেবেন বলেও মনে করা হচ্ছে।