বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:যত কাণ্ড যোগী রাজ্যেই। পরীক্ষার খাতায় জয় শ্রী রাম সহ ধর্মীয় স্লোগা‌ন লিখে নম্বর পেয়ে গেলেন পরীক্ষার্থী। ঘটনটি ঘটেছে উত্তরপ্রদেশেরজৌনপুরের রাষ্ট্র পরিচালিত বীর বাহাদুর সিং পূর্বাচল বিশ্ববিদ্যালয়ে।

 

চার জন ছাত্র ফার্মাসি পরীক্ষার খাতায় শুধু ‘জয় শ্রীরাম’ লিখে ৫০ শতাংশের উপরে নম্বর পেয়ে ‘পাশ’ করেছেন পরীক্ষায়। দুই অধ্যাপককে গান, সঙ্গীত এবং ধর্মীয় স্লোগান দিয়ে লেখা উত্তরপত্রে নম্বরের বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।ঘটনা প্রকাশ্যে আসতেই দুই প্রফেসর বিনয় শর্মা ও আশিস গুপ্তাকে সাসপেন্ড করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতিই আরটিআই করাতেই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। দেখা যায়, সাদা খাতা জমা দেওয়া পড়ুয়াদেরও ভুরি ভুরি নম্বর দেওয়া হয়েছে। শুধু তাই নয় পরীক্ষার খাতায় জয় শ্রী রাম সহ একাধিক ধর্মীয় স্লোগান লেখার পরও নম্বর দেওয়া হয়েছে।। মার্কশিটেও বিরাট গরমিল পাওয়া যায়। এরপরই দিব্য়াংশু সিং নামক এক ছাত্রনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজ্যপাল ও ভাইস চ্যান্সেলরকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানান।
পরীক্ষার খাতায় ধর্মীয় স্লোগান লেখার বিষয় নিয়ে ভাইস চ্যান্সেলর বন্দনা সিং বলেন বলেন, “জয় শ্রী রাম লেখা কপিটি আমি দেখিনি তবে এমন কয়েকটি কপি দেখেছি যেখানে পড়ুয়ারা সঠিক উত্তর না লিখেও বেশি নম্বর পেয়েছে।এই দু’জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। অনুমতি এলেই তা কার্যকর করা হবে। নম্বর তাঁরাই দিয়েছিলেন বলে অভিযোগ। এ দিকে ওই চার ছাত্রেরই নম্বর স্বাভাবিক ভাবেই শূন্য করে দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *