বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অতীতে ভোটের সময় রাজনৈতিক অশান্তি তৈরি হত চোপড়ায়। সেই চোপড়া বিধানসভা এলাকাতেই আজ ভোটদান পর্ব চলছে। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন৷ সকালেই নিজের কেন্দ্রে ভোট দিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান।
শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয়, সেই বার্তা দিয়েছেন বিধায়ক হামিদুল রহমান। ভোটারদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে অবাধ ভোট করার বার্তা দিলেন তিনি। রায়গঞ্জ লোকসভায় অন্তর্গত বিধানসভা এলাকা হল চোপড়া। বিভিন্ন সময়েই রাজনৈতিক অশান্তির কারণে চোপড়ার নাম উঠে এসেছে।
তবে এই খবর লেখা পর্যন্ত চোপড়া বিধানসভা এলাকায় তেমন কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। উত্তরবঙ্গেও অস্বস্তিকর গরম গতকাল থেকে দেখা গিয়েছে৷ আজ শুক্রবারও সকাল থেকে চড়া রোদের তেজ দেখা গিয়েছে৷ ফলে সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রমুখী।
প্রায় সব বুথেই ভোটারদের লাইন দেখতে পাওয়া গিয়েছে। প্রত্যেকটি বুথেই কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবার কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ ভোট নিয়ন্ত্রণ করছে৷ সকাল থেকে বেলা ১০ টা পর্যন্ত চোপড়া ব্লকে ১৫ শতাংশ ভোট পড়ে গিয়েছে। প্রতি বার চোপড়ায় দিন শেষে ৭৯ – ৮০ শতাংশ ভোট পড়তে দেখা যায়। এবার সেই শতাংশ পার হয়ে যাবে। এমন আশাই করা হচ্ছে।
আজ শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে বাংলায়। বিভিন্ন জায়গা থেকে টুকরো কিছু অশান্তির ঘটনা সামনে এসেছে। সকাল নটা পর্যন্ত দার্জিলিং জেলায় ১৫.৭৪ শতাংশ ভোট পড়েছে। রায়গঞ্জ লোকসভা এলাকায় ভোটগ্রহণের হার ১৬.৪৬ শতাংশ। তুলনায় বালুরঘাটে একটু কম ভোট পড়ছে৷ এখানে সকাল নটা পর্যন্ত ১৪.৭৪ শতাংশ ভোট পড়েছে।