বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে অবশেষে জানিয়ে দিল পর্ষদ। ভোটের মােজই প্রকাশিত হবে ফলাফল। আগামী ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
অনলাইনে পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন। ফলাফল প্রকাশের দিনই মার্কশিট তাঁরা হাতে পেয়ে যাবেন বলে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ।
ভোটের মাঝে কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল এই নিয়ে দোলাচল ছিল। পর্ষদ জানিয়েছিল ভোটের জন্য ফলাফল প্রকাশে কোনও বাধা পড়বে না। সেই মতোই পর্ষদ জানিয়ে দিয়েছে আগামী ২ মে বৃহস্পতিবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
এই প্রথম দিনের প্রথম ভাগে হয়েছে মাধ্যমিক পরীক্ষা। অর্ছাৎ এতোদিন দুপুর ১২টা থেকে মাধ্যমিক পরীক্ষা হতো। এইবার প্রথম সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা হয়। শেষ হয়েছিল দুপুর ১টা নাগাদ। কাজেই এবার মাধ্যমিক পরীক্ষার সময়টাও ছিল অন্যরকম। প্রশ্নফাঁস রুখতে একাধিক উদ্যোগ নিয়েছিল পর্ষদ। কোনও ভাবে যাতে প্রশ্নপত্র আগে থেকে কেউ ফাঁস করতে না পারে সেকারণে গার্ড দেওয়ার জন্য শিক্ষকদেরও মোবাইল বাইরে রেখে যেতে হয়েছিল।
অ্যাডমিট কার্ড ছাড়া কোনও রকম কাগজ সঙ্গে রাখতে দেওয়া হয়নি পরীক্ষার্থীদের। এবার প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সিসিটিভি ক্যামেরার নজরদারি থেকে শুরু করে। প্রশ্নপত্রে কোডের ব্যবহার করা হয়েছিল। এমনকী পরীক্ষার্থীরা যাতে ছবি তুলে বাইরে পাঠাতে না পারে তারজন্য কড়াকড়ি করা হয়েছিল। অনেক পরীক্ষার্থীর খাতা সেকারণে বাতিলও করা হয়। সামনে বছর থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরও অনেক বদলে যাবে বলে জানিয়েছে পর্ষদ।
এদিকে চাকরি বাতিলের আবহেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। তার জেরে প্রায় ২৬ হাজার পরীক্ষার্থীর চাকরি চলে গিয়েছে। এই নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সেই সঙ্গে পর্ষদও আবেদন করেছে সুপ্রিম কোর্টে।