বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকে প্রচারের শেষ দিন।তাই আজকে সকাল থেকেই ময়দানে নেমে পড়েছেন মেয়র।আজ সকালে তিনি শিলিগুড়ির উনিশ নং ওয়ার্ডে প্রচার করেন। প্রচারে বাদ দেয় নি কাউকেই।
ছোট থেকে বড় সবার কাছে যান তিনি। মেয়র জানান আমাদের কাছে এই যুদ্ব অনেক অনেক সন্মানের। আমাদের কর্মীদের অনেক পরিশ্রম এবং চেষ্টা আজকে আমাদের অনেক দুরে এনে দিয়েছে। পথ কঠিন তবে এই রাস্তা আমাদের পার হতেই হবে। আমাদের মুখ্যমন্ত্রীর সন্মান রক্ষা করবার দায়িত্ব আমাদের হাতে। আমাদের চেষ্টা এবং নিষ্ঠার সাথে পরিশ্রম এই যুদ্ধে আমাদের জিতিয়ে দেবে। এদিন মেয়র কথা বলেন রাস্তার ফেরিওয়ালা এবং হকারদের সাথে সাথে কথা বলেন ইষ্কুলের দিদিমনীর সাথে সাথে।