বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস (Raiganj AIIMS) হবে। রায়গঞ্জে দাঁড়িয়ে বড় আশ্বাস অমিত শাহের।

 

তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সীর (Priya Ranjan Dasmunsi) হাত ধরে রায়গঞ্জে এইমস তৈরির স্বপ্ন দেখেছিল উত্তরের মানুষ। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। বরং কুলিক দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে।

আর সেই রায়গঞ্জে দাঁড়িয়েই এইমস তৈরির আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। এমনকি সেখানে এইমস তৈরি না হওয়া নিয়েও মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন। আগামী ২৬ এপ্রিল অর্থাৎ শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন (Lok Sabha Election 2024) । ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা আসনে।

তিন কেন্দ্রেই ফের একবার পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি শিবির। মাটি কামড়ে থেকে লড়াই করছে বিজেপি। আর সেই লক্ষ্যেই আজ মঙ্গলবার ফের বাংলায় অমিত শাহ। মালদহ উত্তর এবং দক্ষিণের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে করেন রোড শো। একই সঙ্গে রায়গঞ্জ লোকসভা আসনেও বিজেপি প্রার্থীর হয়ে সভা করেন।

আর সেই সভা থেকেই রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি এইমসের প্রসঙ্গ তোলেন অমিত শাহ। বলেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস হবে। এমসের পরিকল্পনা রায়গঞ্জে করা হয়েছিল। কিন্তু মমতাদিদির জন্য তা হয়নি। তবে বাংলা থেকে ৩০ টি আসন জিতিয়ে দেওয়ার আহ্বান জানান শাহ। মোদিজীর গ্যারন্টি উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস তৈরির কাজ শুরু করা হবে বলেও আশ্বাস বর্ষীয়ান এই বিজেপি নেতা।

আর এই বার্তায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে রায়গঞ্জের মানুষ। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ কয়েকবছর আগে এই উদ্যোগ নেওয়া হয়। এজন্য ৮২৩ কোটি টাকা তৎকালীন কেন্দ্রীয় সরকার ররাদ্দ করে। রায়গঞ্জে ১০০ একর জমিতে এইমসের ধাঁচে ওই হাসপাতাল কেন্দ্র বানাবে বলে জানানো হয়। এমনকি রায়গঞ্জের পানিশালা এলাকায় ১১০ একর জমিও দেখা হয়। কিন্তু রাজনীতি এবং প্রশাসনের জটিলতায় বাস্তব হয়নি উত্তরের মানুষের স্বপ্ন। এইমস হয়েছে।

কিন্তু তা হয়েছে কল্যানীতে। রাজ্য সরকারের সিদ্ধান্তেই সেই কাজ হয়। অন্যদিকে অমিত শাহ আরও বলেন, মমতাদিদি মোদীজির একাধিক প্রকল্প আটকে রাখেন। বাংলার মানুষ সুবিধা পেলে মোদীজির হয়ে যাবে। সেই কারণেই কেন্দ্রের প্রকল্প এখানে চালু কর‍তে দেওয়া হয়নি বলেও তোপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *