বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এ বছর তৃণমূলের ঘোষিত শত্রু বিজেপি। তারা কংগ্রেস বা সিপিএমকে দূরবীন দিয়ে খুঁজে পাচ্ছে না, তাই তারা ওই দুই দলকে গুরুত্ব দিচ্ছে না।
এতদিন এমন কথাই শোনা গেছে তাদের মুখে। কিন্তু এবার কখনো হাওড়ায়, কখনো মালদায় আবার রবিবার খড়দায় সিপিএম কর্মীদের আতঙ্কিত করলো তৃণমূল। দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার চলছে খড়দহ বিধানসভার পঞ্চায়েত এলাকায়। বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের মহিষপোতা এলাকার সিপিএম কর্মী শ্রীবাস দাস ও তাঁর স্ত্রী সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার মিছিলে গিয়েছিলেন। আর প্রচার মিছিলে যাওয়ার ‘অপরাধে’ সিপিএম দম্পতিকে বাড়িতে গিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস ওরফে বাবাই ও তাঁর দলবলের বিরুদ্ধে। যদিও অভিযোগে অস্বীকার করেছে তৃণমূল।
যদিও ওই বিলকান্দা অঞ্চল এক সময় ছিল সিপিএমের শক্ত ঘটি। এখনো অবশ্য তৃণমূলের। মারধর ও হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সিপিএম দম্পতি। অভিযুক্তদের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করে ওই দম্পতি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। আক্রান্ত সিপিএম কর্মীর স্ত্রী পাপিয়া দাস বলেন, “আমার বরকে বাজে কথা বলছিল, গালিগালাজ করছিল। আমি বাধা দিতে গিয়েছিলাম। তখন আমার বরকে তো মারেই, সঙ্গে আমাকেও মারধর করে। আমার দেওর তা দেখে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। ওকেও মারে। আমাদের গোটা পরিবার এখন আতঙ্কিত। ”