বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যাত্রী প্রতিক্ষালয় ,পাশেই তৈরী হচ্ছে বার ও রেস্টুরেন্ট! যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ,  ময়নাগুড়ি’র চূড়াভান্ডার এলাকার এক ব্যাক্তি বার ও রেস্টুরেন্টের জন্য লাইসেন্স আবেদন করে ঘর নির্মাণের কাজ শুরু করেন।

 

যদিও এই অঞ্চলে বসবাসকারীরা দিন এনে দিন খায়! সেই জনবসতি এলাকায় মদের দোকান যদি করা হয় তাহলে মদ খেয়ে অশান্তি, সামাজিক বিশৃঙ্খলা সহ নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হবে। তারাও হাতের নাগালে মদ পেয়ে গেলে নেশাগ্রস্ত হবে।’ ইতিমধ্যে এ বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দারস্ত হয়েছেন। জানা যায়, এই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলাশাসক, ময়নাগুড়ি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি সহ চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও স্মারকলিপি প্রদান করেন স্থানীয় গ্রামবাসীরা।

 

স্থানীয় বাসিন্দা মেঘলাল মন্ডল বলেন, “ঘরের পাশেই বার ও রেস্টুরেন্ট যদি তৈরি হয় তাহলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তো শেষ! ”

স্থানীয় বাসিন্দা অসীম রায় বলেন, “জাতীয় সড়কের বাসস্ট্যান্ডের পাশেই গজিয়ে উঠছে বার ও রেস্টুরেন্ট, অথচ এই যাত্রী প্রতীক্ষালয় ব্যাবহার করার জন্য নিত্যদিন শিশু সহ মহিলারা বাসের জন্যে অপেক্ষা করে। ”
স্থানীয় মহিলাদের অভিযোগ, দোকান বড় করার নাম করে স্থানীয় গ্রামবাসীদের কাছে স্বাক্ষর নিয়ে রীতিমতো বার ও রেস্টুরেন্টের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছেন একব্যক্তি। মহিলাদের আরও অভিযোগ, ঘরের পাশেই যদি বার ও রেস্টুরেন্ট হয়ত ছোটো বাচ্চাদের নিয়ে থাকা অসম্ভব হয়ে যাবে এই অঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *