বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এদিন সকাল ৭টা থেকে জম্মু ও কাশ্মীরের সাতটি জেলায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন ২৪ আসনে ভোটগ্রহণ। এক দশক পর জম্মু ও কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে।

 

তবে ২০১৪-র মতো পূর্ণ রাজ্য নয়, ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। এদিন ভোট দিতে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, জম্মু ও কাশ্মীরের বিধাসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচনী এলাকার সকলকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।নির্বাচনের কারণে কড়া নিরাপত্তা উপত্যকা জুড়ে। বিগত কয়েক দিনে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সে কথা মাথায় রেখে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সশস্ত্র আধা সামরিক বাহিনী থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পুলিশ নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।নির্বাচম কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটার সংখ্যা ২৩ লক্ষ ২৭ হাজার ৫৮০ জন। একই সঙ্গে ভোটদানে সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফা ও ১ অক্টোবর তৃতীয় অর্থাৎ শেষ দফা ভোট রয়েছে। গণনা আগামী ৮ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *