বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ ধর্ম তথা সামাজিক উৎসব শারদীয়া উৎসব। সেই উৎসব এখন প্রায় দোর গোড়ায়। ইতিমধ্যে আকাশ শরতের বাতাসের বার্তা দেওয়া শুরু করেছে। পুজো কমিটিগুলো শুরু করে দিয়েছে তাদের মঞ্চ সজ্জার কাজ। এবার ‘গোবরডাঙ্গা গড়পাড়া বিধান স্মৃতিসংঘ’ তাদের পুজোর মূল থিম করেছে -‘প্রকৃতি’।
তাদের মন্ডপ সাজিয়ে তুলছে একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে। যেখানে ব্যবহার করা হচ্ছে গাছের ছাল-বাকল, বাঁশের কঞ্চি সহ নানা উপকরণ। এবছর তাদের এই পুজো ৪৪ তম বর্ষে পদার্পণ করেছে। আর তাই এবছরের ভাবনায় থাকছে পরিবেশ রক্ষার বিশেষ অঙ্গীকার। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অমরা অনেকাংশে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি – সেই বার্তাই দিচ্ছে উত্তর ২৪ পরগনার অন্তর্গত গোবরডাঙার ওই পুজো কমিটি।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে না পারলে আগামী প্রজন্মের সামনে এক ভয়ঙ্কর সংকট এসে উপস্থিত হবে। তাই তারা জোর দিয়েছে প্রকৃতির উপর। ধীরে ধীরে অনেকটাই এগিয়েছে মণ্ডপ তৈরির কাজ। মেদিনীপুরের মন্ডপ শিল্পীদের হাতেই ফুটে উঠছে এবারের গড়পাড়া বিধান স্মৃতি সংঘের পুজো মন্ডপ। শিল্পীদের নিখুঁত হাতের কাজে, বিশেষভাবে সেজে উঠবে এই পুজো মন্ডপ বলেই দাবি উদ্যোক্তাদের। মন্ডপের ভিতরে যেমন দেখা যাবে বাঁশের কাজ, পাশাপাশি গোটা মন্ডপেই দেখা মিলবে বিভিন্ন ধরনের গাছের ছালবাকল সহ পাতা ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান। প্রতিমাও তৈরী করা হবে, মন্ডপের সঙ্গে সাদৃশ্য রেখে।