বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে স্বাস্থ্যভবন অভিযান করলেন জুনিয়র ডাক্তারেরা। শীর্ষ আদালতের নির্দেশ ছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় তাঁরা। মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডাক্তাররা অভিযান করেন। বিকেল গড়িয়ে রাত হলেও স্বাস্থ্য ভবনের সামনে থেকে সরেননি তাঁরা। আর এই খবর পেয়ে রাতেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন তিলোত্তমার বাবা-মা। স্বাস্থ্যভবনে ভিড় হয়েছিল প্রচুর। তাদের স্পষ্ট দাবি আগে তাদের দাবি মেটানো হোক।

জুনিয়র ডাক্তারদের পাঁচ দাবির মধ্যে রয়েছে আরজি কর কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এদিন স্বাস্থ্য সচিব আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠিয়ে নবান্নে বৈঠকে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানানো হয়। স্বাস্থ্য ভবনের সামনে থেকেও সরে যাননি আন্দোলনকারীরা। রাতেও সেখানে চলছে অবস্থান। সেই খবর পেয়েই রাতে স্বাস্থ্য ভবনের সামনে চলে আসেন তিলোত্তমার বাবা-মা ও পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *