বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছে ভারত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের পরেই ইউক্রেন সফরে গিয়েছিলেন। তখন থেকেই জ্ল্পনা শুরু হয়েছিল।
দুই দেশের মধ্যে শান্তি ফেরানোর কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই হঠাৎ করে ডোভালের রাশিয়া সফরের খবরে সেই জল্পনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। জানা গিয়েছে রাশিয়া সফরের মাঝেই BRICS-NSA বৈঠকেও যোগ দেবেন অজিত ডোভাল।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহনসবাগে বসেছিল বৈঠক। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন ডোভাল। তবে এবারের ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অজিত ডোভালের উপস্থিতির নেপথ্যে অন্য পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
গতমাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফর থেকে ফিরে আসার পর ইউক্রেন সফরে গিয়েছিলেন। যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে ছিল প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর। সেই সফরে গিয়েই তিনি শান্তি স্থাপনের বার্তা দিয়েছিলেন।
তারপর থেকে একাধিকবার ভারত ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের শান্তি ফেরানোর কথা বলেছে। মোদীর সফরের পরেই ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন যুদ্ধে কোনও সমস্যার সমাধান হয় না। তারপরেই আন্তর্জাতিক রাজনীতিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বারবার ভারতের নাম উঠে আসছে। তার মধ্যেই অজিত ডোভালেন সেখানে যাওয়া আরও জল্পনা বাড়িয়েছে।