বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গজাকে সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে চাইছে ইসরাইল। বিশ্বের ভূমিকা শুধুই দর্শক। ইসরাইলের মাথায় যে আছে আমেরিকা।
তাই তারা কোনো যুদ্ধনীতি মানছে না। চারপাশে মৃতদেহের স্তূপ, স্বজনহারা কান্না। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। বাড়ছে নানা রোগের সংক্রমণ। মাথাচারা দিয়েছে পোলিও। যার বাড়বাড়ন্তের কারণে এবার গাজায় ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইজরায়েল। শিশুদের টিকাকরণের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কিন্তু বিশ্বাস নেই ইসরাইলকে। তাদের এখন রক্তের নেশা।
জামাসের চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ। শরণার্থী শিবিরগুলোর বেহাল দশা। পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনও বালাই নেই। রোজকার কাজকর্ম করার জন্য পর্যাপ্ত জল নেই। এই বেহাল পরিস্থিতিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে পোলিও নিয়ে। ক্রমশ বাড়ছে এই রোগের প্রকোপ। কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, গাজার বিভিন্ন ড্রেন থেকে নেওয়া নমুনায় পোলিও-র চিহ্ন পাওয়া গিয়েছে। সংক্রমণের লক্ষণগুলো দেখা গিয়েছে কারও কারও শরীরে। কিন্তু তাদের ঠিকমতো চিকিৎসা করা হচ্ছে না। গত ২৩ আগস্ট WHO জানায় যে, টাইপ টু পোলিও ভাইরাসে একটি শিশুর পক্ষাঘাত হয়েছে। এই মুহূর্তে সমস্ত দেশের শিশুদের দিতে হবে পোলিও ভ্যাকসিন। এখন দেখার ইসরাইলের মানবিক চেতনা প্রকাশ পায় কিনা!