বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুক্রবার বিকেল নাগাদ আর জি কর কান্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন মালঞ্চায় অনুষ্ঠিত হলো বিশাল প্রতিবাদ মিছিল।
মিছিলটি শুরু হয় মালঞ্চা দুর্গা মন্দির থেকে এবং নতুন মালঞ্চা, জাতীয় সড়ক ১২, তারাপুর হসপিটালের সামন হয়ে গিয়ে বেশ কয়েকটি গ্রাম পরিক্রমা করে আবার দুর্গা মন্দিরে এসে শেষ হয়। মিছিল শেষে বয়েজ গ্রুপের সদস্যরা বক্তব্য রাখেন পাশাপাশি আরজিকর কান্ডে খুন হওয়া জুনিয়র ডাক্তারের ছবিতে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সঙ্গে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এদিন এই মিছিলে নতুন মালঞ্চা, আকুরা সহ ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ পায়ে পা মিলান। বিভিন্ন প্রতিবাদী ভাষায় হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এদিন মিছিল থেকে মূলত আরজিকর কাণ্ডের দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি তুলেন প্রতিবাদকারীরা, পাশাপাশি বাংলা জুড়ে নারীদের নিরাপত্তার সুনিশ্চিত করতে হবে ও আগামী দিনে এই ধরনের নক্কারজনক ঘটনা যেন না ঘটে দাবি মিছিল কারীদের। মিছিল ঘিরে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।