বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসেই বেশ কয়েকটি জন কল্যাণমুখী প্রকল্প গ্রহণ করেছিলেন। আর সেই প্রকল্পই তাঁকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে। কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, সবুজ সাথী, রুপশ্রী সহ আরও অনেক প্রকল্প রয়েছে যেগুলির সুবিধা পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ।
কিন্তু এতকিছুর মধ্যেও যে প্রকল্পটি সবথেকে হিট সরকারের সেটা হল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পটি শুধুমাত্র বাংলার মহিলাদের জন্য। এবার আসছে আরো নতুন এক প্রকল্প। সেই প্রকল্পের রূপরেখা ইতিমধ্যে প্রস্তুত। এই প্রকল্পটি তাঁতি ও তাঁত শিল্পীদের জন্য।
এই প্রকল্পে সরকার ৫০০০ থেকে ১০,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনিও যদি এই টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার কাছে কিছু প্রয়োজনীয় নথি থাকতে হবে। তবে সর্বোপরি এটা জানতে হবে যে সরকার কাদের কাদের এই টাকা দেবে। সমাজের এক শ্রেনীর মানুষকে এই টাকা দেবে সরকার। বিশেষ করে আপনিও যদি তাঁত শিল্পী এবং তন্তুজীবী হয়ে থাকেন তাহলে এই টাকা অনায়াসেই আপনি পেয়ে যেতে পারেন। একালীন কো-অপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তি, সুতো কেনার জন্য ১০% অবধি ছাড়, এছাড়াও এক লক্ষ দশ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য, তাঁতের ঘর মেরামত, তাঁত সরঞ্জাম কেনার জন্য টাকা পেয়ে যেতে পারবেন। তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন ৫০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য ১০০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।