বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বকেয়া ডিএ নিয়ে যখন সরকারি কর্মীদের একটা বড়ো অংশ আন্দোলন করে চলেছে, তখন মমতা সরকার অনেকটাই উদার হয়ে কিছু আর্থিক সুবিধার কথা ঘোষণা করলেন।
এবার এই GPF নিয়েই বড় সুখবর পেলেন সরকারি কর্মীরা। সম্প্রতি এই জিপিএফ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দফতর। সেখানে বলা হয়েছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সরকারি কর্মীরা ত্রৈমাসিকে ৭.১ শতাংশ হারে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ গচ্ছিত অর্থে সুদ পাবেন। আর এই নিয়ে রাজ্যপালের অনুমোদনও মিলে গিয়েছে। স্বাভাবিকভাবেই এহেন খবরে খুশি সরকারি কর্মীরা।
এছাড়াও সরকারি কর্মীদের জন্য আরো সুখবর দিলেন সরকার। রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইনস্যুরেন্স সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনেকেই হয়তো জানেন না যে প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকেই গ্রুপ ইনস্যুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে এই গ্রুপ ইনস্যুরেন্সে ১ অগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে। আর এই সুদের অঙ্কটা বেশ অনেকটাই। জিপিএফ-এর সুদের হারের সমান সুদ দেওয়া হয় গ্রুপ ইনস্যুরেন্সে। ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরা।