বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত ব্যাপক চাপের কাছে মাথা নত করে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করলেন, অন্তরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস।

সেই প্রস্তাবে সম্মতি জানালেন শান্তিতে নোবেলবিজয়ী, ড. ইউনূস। মঙ্গলবার (৬ অগস্ট) সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেছেন, “যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?” সোমবার বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার বাংলাদেশের সংসদও ভেঙে দিয়েছেন তিনি। তারপরেই শুরু হয় নতুন নাম নিয়ে আলোচনা।

এদিকে, এদিন নয়া সরকারের রূপরেখাও ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান,সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড. মহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ইউনুসের সঙ্গে এই বিষয়ে তাঁদের কথাও হয়েছে। তিনি সেও প্রস্তাবে রাজি হয়েছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে আছেন ড. ইউনুস । তবে, তিনি শিগগিরই ঢাকায় ফিরবেন। সংবাদ সংস্থা এএফপিকে ইউনুস বলেছেন, “আমায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে বলা হয়েছে। আমার প্রতি বিক্ষোভকারীদের এই আস্থায় আমি সম্মানিত। যদি বাংলাদেশে কিছু করতে হয়, আমার দেশের জন্য এবং আমার জনগণের সাহসের জন্য যদি কোনও পদক্ষেপ করতে হয়, তবে আমি তা করব।” শুরু হতে চলেছে বাংলাদেশের নতুন পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *