বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মূলত নিয়োগ দুর্নীতির মামলায় তেহট্টের বিধায়ক তাপস সাহাকে এর আগেও সিবিআই জেরা করেছে। জেরা করেছে তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতিকেও। CBI সূত্রের খবর, আজ আবার ইতিকে আসতে বলা হয়েছে CBI দপ্তরে।
তদন্তকারীরা মূলত চাকরি সংক্রান্ত বিষয় ছাড়াও তাপস সাহার সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি জানতে চান। তবে তৃণমূল নেত্রী হাজিরা দেবেন বলেই এখনও অবধি খবর। কিন্তু আজ প্রথম নয় এর আগেও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন ইতি। তাঁর বাড়িতেও চলেছিল তল্লাশি। প্রথমবার ইতি সরকারের শ্বশুর বাড়িতে তল্লাশি চালানোর পড়ে ইতি বলেছিলেন, “আমি যেহেতু ব্লকের নেত্রী সেই কারণে আমার বাড়িতে কিছু তথ্য জানতে এসেছেন। এর আগে যেহেতু তাপস সাহার বাড়িতে গিয়েছিলেন তাই আমার বাড়িতেও এসেছিলেন।”
এখন প্রশ্ন, ইতি কি যাবেন CBI দপ্তরে? সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। অর্থের বিনিময়ে চাকরির দেওয়ার মামলাতেই ডেকে পাঠানো হয়েছে বলেই এজেন্সি সূত্রে জানতে পারা যাচ্ছে। তদন্তকারীরা মূলত চাকরি সংক্রান্ত বিষয় ছাড়াও তাপস সাহার সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি জানতে চান। তবে তৃণমূল নেত্রী হাজিরা দেবেন বলেই এখনও অবধি খবর। কিন্তু আজ প্রথম নয় এর আগেও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন ইতি।