বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুখ্য সচেতক ছিলেন মনোজ টিগ্গা। কিন্তু তিনি এখন সাংসদ। তাই তাঁর জায়গায় অন্য এক জনকে মুখ্য সচেতক করতে হবে।
মঙ্গলবার রাতে বিজেপির রাজ্য কমিটি সূত্রে জানা গেলো এবার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। লোকসভা ভোটে জয়ী হয়ে সংসদীয় রাজনীতিতে পা রাখছেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। তিনি আবার বিধানসভায় বিজেপির মুখ্য সচেতকও ছিলেন। এবার মনোজ টিগ্গা লোকসভায় যাওয়ার পর, তাঁর জায়গায় কে হবেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক? তা নিয়ে গত কয়েকদিনে বিস্তর চর্চা চলেছে রাজনৈতিক মহলে।
বিজেপি সূত্রের খবর, সূত্রের খবর, বঙ্গ বিজেপির পরিষদীয় দলের সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, বিধানসভায় দলের পরবর্তী মুখ্য সচেতক হচ্ছেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গে বিজেপির অন্যতম বড় মুখ শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গের মানুষজনের দাবি-দাওয়া নিয়ে অতীতে বার বার সরব হয়েছেন তিনি। উত্তরবঙ্গের কথা জোরালোভাবে তুলে ধরেছেন বিধানসভার অধিবেশনে। শুধু উত্তরবঙ্গই নয়, রাজ্য রাজনীতির সমস্ত ইস্যুতে ভীষণভাবে সক্রিয় ও সরব থেকেছেন শঙ্কর ঘোষ। যদিও তিনি এক সময় সিপিএমের উত্তর বঙ্গের মুখ ছিলেন। এখন বিজেপির।