বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাহুল গান্ধী রায়বরেলি রেখে ওয়ানাড কেন্দ্র ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেন। তারপরেই কংগ্রেসের তরফে প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়ানাড থেকে প্রার্থী করার কথা জানানো হয়েছে। কংগ্রেসের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি। তারা বলছে, আসন্ন পালাক্কাদ বিধানসভা উপনির্বাচনে তারা প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরাকে প্রার্থী করতে পারে।
নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির কেরল ইউনিয়ের প্রধান কে সুরেন্দ্রন বলেছেন, রাহুল গান্ধী দাবি করেছিলেন ওয়ানাড তাঁর পরিবার। এখন তিনি ওয়ানাডের উপনির্বাচনে তাঁর দিদি প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরেই তিনি বলেছেন, আশা করা হচ্ছে, রাহুল পালাক্কাদ উপনির্বাচনে শ্যালক রবার্ট ভদ্রাকে প্রার্থী করবেন।
বিজেপি নেতা কটাক্ষ করে বলেছেন, মানুষ রাহুলের পরিবারের অনুভূতি পরিষ্কার বুঝতে পারে। এছাড়াও কংগ্রেস যে নেহরু-গান্ধী পরিবার ছাড়া আর কিছুই নয়, তাও প্রমাণিত। তিনি বলেছেন, বিষয়টি দুঃখজনক। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে কংগ্রেস একটি দল নয় পারিবারিক সংস্থা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কংগ্রেসকে নিশানা করে বলেছেন, তারা ওয়ানাডের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এছাড়াও তারা নিজেদের উদ্দেশ্যগুলি গোপন করেছে। তিনি বলেছেন, রাহুল অন্য একটি নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নির্লজ্জভাবে লুকিয়ে রাখার পরে তাদের বংশের একের পর এক সদস্যকে ওয়ানাডের ভোটারদের ওপরে চাপিয়ে দিচ্ছেন।
এদিকে রবার্ট বঢরা বলেছেন, প্রিয়াঙ্কার ওয়ানাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় জন্য তিনি খুশি। তিনি কি সাংসদ হবেন, এব্যাপারে উত্তরে রবার্ট বলেছেন, তিনি সঠিক সময়ে প্রিয়াঙ্কাকে অনুসরণ করতে পারেন। এব্যাপারে বিজেপি চিন্তিত ও উদ্বিগ্ন বলেও মন্তব্য করেছেন তিনি।