বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একেই বলে ভাগ্যের পরিহাস। এক দুর্দান্ত প্রতাপ বিধায়ক শেষ পর্যন্ত গ্রেফতারি এড়াতে আদালতে আগাম জামিন নিতে গেলেন!
নিউ টাউনের রেস্তরাঁর মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন নিতে বারাসত জেলা আদালতে পৌঁছলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। আদালত সূত্রে জানা গিয়েছে তেমনটাই। একই সঙ্গে অসমর্থিত সূত্র মারফত এ-ও জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতে আত্মসমপর্ণও করতে পারেন সোহম। আর সেই কারণেই তিনি বারাসত আদালতে গিয়েছেন। বৃহস্পতিবার সকালে ১০টা নাগাদ বারাসত জেলা আদালতে ঢুকতে দেখা যায় সোহমকে। তিনি কেন আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল বিধায়ক জানান, পুরো বিষয়টি বিচারাধীন। পুরো বিষয়টি ক্যামেরায় ধরা পড়েছে বলেই, আজ সোহমকে আদালতে যেতে হলো। প্রথমে তো তিনি বলেছিলেন, রেঁস্তোরার মালিক প্রথম গায়ে হাত তোলেন। পরে অবশ্য ক্যামেরায় দেখা যায়, সোহম প্রথম তাকে সজোরে ধাক্কা মারেন।
রেস্তরাঁ-মালিক আনিসুল আলম দাবি করেন, সোহমের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না পুলিশ। আনিসুলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন জনপ্রতিনিধি সোহম। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা। ঠিক তার আগের দিন অর্থাৎ, বৃহস্পতিবার আগাম জামিন নিতে তৃণমূল বিধায়ক বারাসত আদালতে পৌঁছলেন। এই আবহেই প্রশ্ন উঠছে, তা হলে কি গ্রেফতারির আশঙ্কা করছেন অভিনেতা-বিধায়ক? এখন দেখার, কোথাকার জল কোথায় গড়ায়!!