বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোলকাতাতে তৃণমূলের ভোট যাতে কোনো কারণেই না কমে যায়, তার জন্য খুবই চেষ্টা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। দলীয় কাউন্সিলারদের নিয়ে এক সভা করে তিনি বলেছিলেন, কর্পোরেশন নির্বাচনে যে যত ভোটে জিতেছিলেন তার থেকে যেন ভোট একটিও না কমে।
তিনি বলেন, এটাই দলের নির্দেশ। এখানেই সমস্যা তৈরী হয়েছে। ২০২১ সালের শেষে কলকাতা পুরসভা ভোটে ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিজয় উপাধ্যায় জিতেছিলেন ন’হাজারের বেশি ভোটে। ২০২৪ সালের লোকসভায় বিজয়ের ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন মাত্র ২১৭ ভোটে। সেই ‘ব্যর্থতার’ দায় কাঁধে নিয়ে কাউন্সিলর পদ ছাড়তে চেয়ে মেয়র ফিরহাদ হাকিম এবং পুরসভার চেয়ারপার্সন তথা দক্ষিণ কলকাতা লোকসভায় জয়ী মালা রায়কে চিঠি দিলেন বিজয়। বিজয় যে এমন কাজ করতে পারে তা কল্পনায় ভাবেন নি মেয়র।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজয় বলেন, “আমাকে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ওখানে পাঠিয়েছিলেন। আমি দাঁড়িয়ে ভোটে জয়ী হয়েছিলাম। লোকসভায় ২১৭ ভোটের লিড আমি মেনে নিতে পারছি না।’’ তাঁর কথায়, ‘‘আমি বাড়ি বাড়ি গিয়ে কথা বলেছি। প্রত্যেকে আমার কাজে খুশি। কিন্তু ভোট দেবেন না কেন ? সেই জন্য আমার মনে অনেক কষ্ট হল। আমি পদ থেকে ইস্তফা দিলাম।” নাগরিক মহলের ধারণা বিজয়ের ওই ইস্তফা গ্রহণ করা হবে না। কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে মেয়র।