বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মনে ভ্রমনের প্রবল ইচ্ছা। কিন্তু বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক সঙ্কট! আর সেই কারনে ইচ্ছা পূরণ হচ্ছে না। আর এই সমস্ত মানুষদের দীর্ঘ দিনের দাবি ছিলো সরকারি ভাবে এমন প্যাকেজ তৈরি করা হোক, যার খরচ সাধ্যের মধ্যে হয়।
ওই সকল মানুষদের ভ্রমণ এবং তীর্থ দর্শনের ইচ্ছা পূরণ করতে ‘উত্তর ভারত রামলাল দর্শন’ নামে আকর্ষণীয় একটি প্যাকেজ ট্যুর নিয়ে এল ভারতীয় রেলের (Indian Railway) অধিনস্ত সংস্থা আইআরসিটিসি (IRCTC)। আগামী ২৪ জুন ‘ভারত গৌরব স্পেশাল’ ট্যুরিস্ট ট্রেনের (Bharat Gaurav Tourist Train Packages) মাধ্যমে শুরু হচ্ছে আকর্ষণীয় এই প্যাকেজ ট্যুর।’
সম্প্রতি আইআরসিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়। আইআরসিটির গৌহাটির ট্যুরিজম ডিপার্ডমেন্ট সিনিয়ার এক্সিকিউটিভ বিশ্বঞ্জন সাহা জানান, এই ট্যুরে মাতা বৈষ্ণো দেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন, অযোধ্যাকে রাখা হয়েছে। সম্পুর্ন ট্যুর ৮ রাত্রি ৯ দিনের। এমনটাই জানিয়েছেন সিনিয়ার এক্সিকিউটিভ বিশ্বঞ্জন সাহা।
তিনি আরও জানিয়েছেন, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিশেষ এই ট্রেন ছাড়বে। কথা অনুযায়ী, বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়ে সেই ট্রেন ফের নিউ জলপাইগুড়ি স্টেশনেই ফিরিয়ে আনা হবে। যেহেতু এই ট্রেনে চেপে তীর্থ স্থান দর্শনের সুযোগ পাবেন বয়স্ক মানুষরা, তাই তাদের জন্য ট্রেনে প্যারামেডিক্যাল টিম থাকবে। থাকবে নিরাপত্তা ব্যবস্থাও।
শুধু তাই নয়, উত্তরপুর্ব ভারতে রাজ্য গুলি থেকে যারা এই ট্যুরে আসবেন, তাদের এনজেপিতে আসার জন্য টিকিটের ব্যবস্থাও কর হবে বলে জানানো হয়েছে।