বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বহরমপুরের রবিনহুড নামে পরিচিত অধীর চৌধুরী এখন কি করবেন? নিজের কাছে তার কোনো উত্তর ণেই। ২৫ বছর ধরে সাংসদ ছিলেন তিনি। সংসদে নানা ইস্যুতে কথা বলেছেন, অংশ নিয়েছেন বিতর্কে।
নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। রাজ্যেও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন। ইউসুফ পাঠানের কাছে এবার হেরে গিয়েছেন তিনি। ষষ্ঠবার আর সাংসদ হওয়া হচ্ছে না তাঁর। খুবই বিমর্শ মুখে তিনি বসে আছেন নিজের বাড়িতে। নেই কোনো দলীয় কর্মী।
পরাজয় মাথায় পেতে নিয়েছেন তিনি। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না করে তিনি বলেন, মানুষ চায় নি, তাই হেরেছি। কিন্তু এই ফলাফলের পর যে তাঁর জন্য কঠিন সময় অপেক্ষা করছে, সে কথা সংবাদমাধ্যমে জানালেন অধীর। তিনি জানিয়েছেন, রাজনীতি করতে গিয়ে কোনওদিন রোজগারে মন দেননি তিনি। তাই এবার কী করবেন, কীভাবে সব কাটিয়ে উঠবেন, তা বুঝতে পারছেন না।
অধীর আরও জানিয়েছেন, শীঘ্রই তাঁকে দিল্লি যেতে হবে সাংসদের বাসভবন ফাঁকা করার জন্য। সেখানে পড়াশোনার জন্য থাকতেন তাঁর মেয়ে। এবার দিল্লিতে অন্য বাড়ি খুঁজতে হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন হারের পর তাঁর কাছে হাইকমান্ডের কোনও ফোন আসেনি। কথা হলে প্রদেশ সভাপতি পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করবেন তিনি। প্রায় ৮৫ হাজার ভোটে হেরে তিনি বলেন, মানুষ আমাকে চায় নি। এটাই তো শেষ কথা।