বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দেশের শাসনভার কাদের হাতে থাকবে তা নিয়ে গত কয়েকমাস তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলেছে বেশ কয়েকটি দলের মধ্যে। মূল লড়াই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে।
বিজেপি দাবি করেছে যে এনডিএ এবছর ৪০০-র বেশি আসনে জিতে সরকার গড়বে। অন্যদিকে ইন্ডিয়া জোটের দাবি ২৯৫টি আসনে জিতে তাঁরা সরকার গড়বে।
সিংহভাগ বুথ ফেরত সমীক্ষায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে ক্ষমতায় ফিরবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তবে কোনও সমীক্ষক সংস্থাই এনডিএ-কে ৪০০ আসন দেয়নি। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে শাসক দল যে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তা আন্দাজ করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় ইন্ডিয়া জোট কি দাবার চাল ঘুরিয়ে দিতে বাজিমাত করতে পারবে? সকলের নজর সেদিকেই রয়েছে।