বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় এক অভিজাত আবাসনে এক ব্যবসায়ীর বাড়িতে Ed হানা। শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের তিন নম্বর টাওয়ারের D 4 রুমে ইডির তল্লাশি চলছে।
পাটনার একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতার এই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে এবং সংস্থার অপর ডিরেক্টর এর বাড়িতে ইডির অভিযান।
ব্যবসায়ীর নাম সন্তোষ বর্মা। তিনি NRS HOTEL DOT COM নামের একটি পর্যটন এবং হোটেল চেইন সংস্থার যুগ্ম ডিরেক্টর। দার্জিলিং, পুরী এবং ভুবনেশ্বর সহ দেশের পূর্বাঞ্চলের রাজ্যে এদের একাধিক হোটেল ব্যবসার আছে।
আগামী ১ জুন কলকাতা সহ রাজ্যের দুই জেলায় শেষ দফার ভোট গ্রহণ। তার আগে ফের শহরে এজেন্সির তৎপরতায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও বিহারের পাটনার ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের তদন্তেই কলকাতায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। শহরে যদিও এজেন্সি তৎপরতা নতুন নয়। একাধিক দুর্নীতি মামলা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি চালিয়েছে।
নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি সহ একাদিক ইস্যুতে ইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তদন্তের জন্য রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এজেন্সি। সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে ইডিকে। তার পরেই রেশন দুর্নীিত কাণ্ডের সন্দেশখালির বাঘ শাহজাহান শেখের নাম প্রকাশ্যে এসেছে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসক দলের অনেক নেতামন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। সেই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সহ অসংখ্য হেভিওয়েট নেতামন্ত্রী। তাঁদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ভোটের বাজারে শাসক দল বারবার কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছে। তারা অভিযোগ করেছে কেন্দ্রীয় এজেন্সি বিজেপির মদতে কাজ করছে। কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ করেছে শাসক দল। তাঁরা দাবি করেছে ভোটে আগে বিরোধীদের ভয় দেখাতে মোদী সরকার কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। এরক আগে এভাবে কেন্দ্রীয় এজেন্সির এরকম অপব্যবহার করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।