বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দিল্লি মৌসিম ভবন সূত্রে জানানো হয়েছে যে স্থলভাগে প্রবেশ করা শুরু করেছে রেমাল ঘূর্ণিঝড়। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে বাংলাদেশের উপকূল এলাকা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
চার ঘণ্টা চলবে সেই প্রক্রিয়া। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে বাংলাদেশে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিমি। সতর্ক প্রশাসন।
ঘূর্ণিঝড় স্থলভাগে ঢুকতে শুরু করে দিয়েছে। আগামী ৪ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে। ঘূর্ণিঝড়ের যে পরিধি তা কয়েকশো কিলোমিটার হয়। সামনের দিকটা স্থলভাগে ঢুকতে শুরু করে দিয়েছে। আগামী চার ঘণ্টায় প্রথমে ঘূর্ণিঝড়ের ‘হেড’, তারপর ‘সেন্টার’ ও তারপর ‘টেল’ প্রবেশ করবে। সাড়ে ৯টা থেকে যদি ল্যান্ডফল প্রক্রিয়া শুরু বলে ধরা হয়, তাহলে রাত দেড়টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এখানেই সবথেকে বড় আশঙ্কা। নদীতে জলস্তর বাড়তে শুরু করে দিয়েছে। ভরা কটাল। রাত ১১টার সময় সাগরদ্বীপে ভরা কটাল থাকবে। তার আগে বাড়বে জলস্তর। জোড়া ফলায় বিপর্যয়ের আশঙ্কা আরও বেশি। ঘণ্টায় ১০০-১২০ কিমি বেগে দমকা বাতাস বইবে উপকূলে।