বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:হ্যাঁ বাম অমলের মন্ত্রী কান্তি গাঙ্গুলী! যখনই সুন্দরবন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ দেখে দেয় তখনই তিনি লুঙ্গি পরে উপস্থিত হয়ে যান মানুষের পাশে।
এটা তাঁর আজন্ম অভ্যাস। তাই দক্ষিণবঙ্গে একটা প্রচলিত প্রবাদ ‘ঝড়ের আগে কান্তি আসে।’ আমফান, ইয়াস, বুলবুলের মতো একাধিক ঘূর্ণিঝড়ের সময় ত্রিপল,ত্রাণ নিয়ে ছুটতে দেখা গিয়েছিল প্রাক্তন সুন্দরবন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে। এবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। তার ঠিক আসার আগেই ময়দানে নেমেছেন আশির কান্তি। নিজের খরচায় সর্বত্র মাইকে মানুষকে সতর্ক করছেন। প্রতিবার ঝড় আসে। আর তছনছ করে দেয় সুন্দরবনকে। বাঁধ ভাঙে। ঘর ভাঙে। ছন্নছাড়া হয় মানুষের জীবন। আর প্রতিবার দেখা যায় ত্রাণ-ত্রিপল নিয়ে ‘রেডি’ থাকেন কান্তি। দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান বাম নেতা। এবারও কার্যত একই ছবি। যদিও মানুষ তাঁকে হারিয়ে দিয়েছেন ভোট যুদ্ধের ময়দানে।
রেমালের জন্য সতর্কতাবার্তা জারি হয়েছে গোটা সুন্দরবন জুড়ে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। বাড়তে শুরু করেছে নদীর জলস্তর। আজ একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন কান্তি গঙ্গোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি, চোখে কালো চশমা। বৃষ্টি ভিজেই সুন্দরবনবাসীকে বারবার নিরাপদ আশ্রয়ে থাকতে বলছেন। সঙ্গে এও বলেছেন, “আমি তো সরকারে নেই তাই আশপাশের মানুষের সাহায্য নিয়ে যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াচ্ছি।” যখন দেখা যায়, আম্ফানের ত্রিপল দিয়ে সন্দেশখালির এক সময়ের তৃণমূলের বেতাজ বাদশার কোটি টাকা দামের গাড়ি ঢাকা আছে আম্ফানের ত্রাণের ত্রিপল দিয়ে, তখন কান্তি গাঙ্গুলী নিজের পকেটের পয়সা খরচ করে দাঁড়িয়ে পড়েছেন অসহায় মানুষের পাশে।